পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানুম মঙ্গলবার বলেন, কারাবন্দি তার ভাই ‘সম্পূর্ণ সুস্থ আছেন’। তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাওয়ার পর তিনি এ কথা বলেন, যার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা ঘিরে চলমান গুজবের অবসান ঘটে।
কারা কর্তৃপক্ষ আজ তাকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়। উজমা যখন ভাইয়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে প্রবেশ করেন, তখন তাকে সঙ্গে করে আসা অসংখ্য পিটিআই সমর্থক জেলের বাইরে জড়ো হন।
সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ। তবে তিনি খুবই ক্ষুব্ধ ছিলেন এবং বলেছেন, তাকে মানসিক নির্যাতনের মধ্যে রাখা হচ্ছে।’
তিনি বলেন, সারাদিন তার ভাইকে নিজের কক্ষে রাখা হয়, বাইরে যাওয়ার জন্য খুব অল্প সময় দেওয়া হয় এবং কারো সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ নেই। উজমা জানান, সাক্ষাৎটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ-অধিকার সীমিত করার প্রতিবাদে আজ ইসলামাবাদ হাই কোর্ট ও আদিয়ালা জেলের সামনে পিটিআই বিক্ষোভ করছে। দলটি দাবি করেছে, গত কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও দলের নেতাদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির মতে, ২৭ অক্টোবরের পর থেকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকেই দেখা করতে দেওয়া হয়নি।
পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে এর আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।
সূত্র : ডন
আইকে/এসএন