‘কৌন বনেগা ক্রোড়পতি’ টেলিভিশনের পর্দায় বছরের পর বছর দর্শকমহলে এক আলাদা জনপ্রিয়তা তৈরি করেছে। আমজনতা থেকে তারকা সকলেই এই জনপ্রিয় শো-তে অংশ নিয়েছেন। এবার পালা ছিল দেশের মুখ উজ্জ্বল করা সেই মেয়েদের। প্রথমবার বিশ্বকাপ জিতে যাঁরা ইতিহাস রচনা করেছেন। তাঁদের জয়কে উদযাপন করতেই হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ পর্ব। যা সম্প্রচারিত হবে চলতি সপ্তাহের শুক্রবার।
ইতিমধ্যেই হয়ে গিয়েছে এই পর্বের শুটিং। এবার সেই পর্বের প্রচার ঝলক সামনে আসার পরই দর্শক মহলে উন্মাদনার পারদ বাড়ছে। বিশেষ এই পর্বে অংশ নেবেন এই ক্রিকেট দলের কোচ অমল মজুমদার-সহ দলের মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শেফালী বর্মা প্রমুখ। এদিন প্রশ্নোত্তর পর্বের মাঝে হরমন বা রিচাদের সঙ্গে নানা অদেখা অজানা মুহূর্ত নিয়ে আলচনায় মাতেন শাহেনশা। খেলার মাঠের বিভিন্ন বিষয় নিয়ে এদিন তাঁদের সঙ্গে আড্ডা যেন জমে ওঠে তাঁর।
এসবের মাঝেই হরমনকে অমিতাভ প্রশ্ন করেন, “তোমরা যখন ফাইনাল জিতলে তখন তোমরা কীভাবে তা উদযাপন করলে?” প্রত্যুত্তরে হরমন বলেন, “আমরা সবাই জয়ের পর নেচেছিলাম।” এখানেই শেষ হয় না। ওই মঞ্চেই হরমনের সঙ্গে অমিতাভকেও দেখা যায় পা মেলাতে। এমনকী কেবিসির মঞ্চেই ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাপুর অ্যান্দ সন্স’ ছবির একটি গানে পা মেলান অমিতাভ। তাঁকে হুকস্টেপ শিখিয়ে নেন হরমন। তবে টিমের সকলে উপস্থিত থাকলেও ওই শোতে উপস্থিত ছিলেন না স্মৃতি মন্দানা। ব্যক্তিগত জীবনে নানা ঝড়ঝাপটার দাপটে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন স্মৃতি। তাই এই মুহূর্তে প্রচারের আলো থেকে দূরে রয়েছেন স্মৃতি।
এসএন