সরকারি বাসভবন থেকে বিতাড়িত হচ্ছেন কুকুরছানা ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা

পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবিয়ে আটটি কুকুরছানাকে হত্যার অভিযোগে উপজেলা প্রশাসনের কর্মকর্তা হাসানুর রহমানকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন তাকে এ নির্দেশ প্রদান করে। অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরত।

গত রোববার (৩০ নভেম্বর) রাতে কোনো একসময় কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়। পরদিন সোমবার (০১ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকা কুকুরটিকে এলাকাবাসী ভালোবেসে টম নাম দিয়েছিল। এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা দেয়। সব ঠিকই চলছিল। কিন্তু গত রোববার সকাল থেকে টমকে ছুটোছুটি ও কান্নার মতো আচরণ করতে দেখা যায়। পরে জানা যায়, বাচ্চাগুলোকে খুঁজে না পেয়ে এমন আচরণ করছে সে।

এদিকে বাচ্চাগুলোকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পরে জানা যায়, উপজেলা পল্লীউন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ওই কর্মকর্তা ও তার স্ত্রী কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছেন। মরদেহ উদ্ধারের পর সোমবার দুপুরে কুকুরছানাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে মাটিচাপা দেওয়া হয়।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলার সামনে মা কুকুরটিকে ঘুরতে দেখা যায়। বারবার সরানোর চেষ্টা করলেও সরানো যায়নি।

পরে সরানো গেলেও সারাদিন তাকে উপজেলা চত্বরে ঘুরে বেড়াতে দেখা গেছে।

এদিকে, আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ নোটিশ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম, মঙ্গলবার (২ ডিসেম্বর)।

এ ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা পোস্ট করছেন।

অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, আমি এই কাজ করিনি। আমার স্ত্রী করেছে। বিষয়টি নিয়ে চারদিকে প্রচণ্ড চাপের মুখে আছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কুকুরছানাদের হত্যার ঘটনায় আমি লজ্জিত।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, কুকুরছানাগুলোকে এভাবে হত্যা করা অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর কাজ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শাস্তিস্বরূপ তাকে একদিনের মধ্যে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম. আবদুর নূর বলেন, কুকুরছানাগুলোকে অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কত? Jan 17, 2026
img
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ Jan 17, 2026
img
বদলি হিসেবে ভারতীয় দলে ডাক পেলেন শ্রেয়াস আইয়ার ও রবি বিষ্ণোয়ী Jan 17, 2026
img
প্রভাস, রণবীর ও আল্লু অর্জুনের সাথে সন্দীপ রেড্ডির ব্লকবাস্টার প্ল্যান Jan 17, 2026
img
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত প্রার্থী রুহুল আমিনকে শোকজ Jan 17, 2026
img
চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কী ভালো? Jan 17, 2026
img
১৭ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 17, 2026
img
খালেদা জিয়ার রাজনীতির লক্ষ্যই ছিল সবার আগে বাংলাদেশ: ফয়সল চৌধুরী Jan 17, 2026
img
ফিটনেস নিয়ে আর ঝুঁকি নেবেন না এমবাপ্পে! Jan 17, 2026
img
জাতীয় দিবসে মুক্তির অপেক্ষায় বিজয়ের ‘জন নয়াগণ’ Jan 17, 2026
img
গরম ভাতে ঘি খাওয়ার উপকারিতা Jan 17, 2026
img
খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না: বাসুদেব ধর Jan 17, 2026
img
জাবির বিদায়ের পর ভিনিসিউসের সঙ্গে নতুন করে চুক্তির পথে রিয়াল Jan 17, 2026
img
গমের রুটিতে বদহজম? তালিকায় রাখতে পারেন ৬ বিকল্প Jan 17, 2026
img
নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ Jan 17, 2026
img
নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো: হাবিব Jan 17, 2026
img
অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে: রবিন Jan 17, 2026
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 17, 2026
img
রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া: রবিউল আলম Jan 17, 2026
অসুস্থতা থামাতে পারেনি, ২০০ কি.মি স্কুটি চালিয়ে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা! Jan 17, 2026