ট্রাম্পের ক্ষমার পর হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টের মুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ। মাদক-সংশ্লিষ্ট মামলায় ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা ঘোষণার পর তিনি মুক্তি পেয়েছেন বলে যুক্তরাষ্ট্রের বন্দিদের অনলাইন নথিতে দেখা গেছে।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজ যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নথিতে দেখা গেছে, সোমবার পশ্চিম ভার্জিনিয়ার উচ্চ নিরাপত্তাবেষ্টিত ইউএসপি হ্যাজেলটন কারাগার থেকে মুক্তি পান হার্নান্দেজ। গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র ও মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হার্নান্দেজ। পরে মামলার শুনানি শেষে তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছিলেন, হার্নান্দেজের সঙ্গে অত্যন্ত কঠোর ও অন্যায় আচরণ করা হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে হার্নান্দেজের স্ত্রী আনা গার্সিয়া দে হার্নান্দেজ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার স্বামী এখন স্বাধীন মানুষ।

হন্ডুরাসের ন্যাশনাল পার্টির সদস্য হার্নান্দেজ ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করে হন্ডুরাসের সরকার। সহিংস মাদকপাচার চক্র পরিচালনা ও শত শত টন কোকেন যুক্তরাষ্ট্রে পাচারে সহায়তা করেছেন বলে সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

নিউইয়র্কে বিচার চলাকালীন হুয়ান অরলান্ডো হার্নান্দেজের প্রসিকিউটররা বলেন, হার্নান্দেজ দেশকে মাদক-রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছেন এবং মাদক চোরাকারবারিদের কাছ থেকে মিলিয়ন ডলার ঘুষ নিয়ে সুরক্ষা দিয়েছেন।

এই মামলায় ৪৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আদালত তাকে ৮০ লাখ ডলার জরিমানাও করেন। রোববার এয়ার ফোর্স ওয়ানের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হার্নান্দেজকে ক্ষমা করে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি দাবি করেন, হার্নান্দেজের বিরুদ্ধে তদন্ত ছিল বাইডেন প্রশাসনের সাজানো নাটক।

ট্রাম্প বলেন, তারা মূলত বলেছে, তিনি মাদক ব্যবসায়ী। কারণ তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। হার্নান্দেজের মুক্তি এমন সময় ঘটছে যখন হন্ডুরাসে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে কৌশলগত দিক থেকে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা চলছে।

সোমবার দুপুর পর্যন্ত ডানপন্থী প্রার্থী নাস্রি আসফুরা ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যপন্থী দলের প্রার্থী সাবেক টিভি উপস্থাপক সালভাদর নাসরালার মধ্যে মাত্র ৫১৫ ভোটের ব্যবধান ছিল।

শুক্রবার নাসরালার সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি কাছাকাছি একজন কমিউনিস্ট। অন্যদিকে, আসফুরাকে তিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো ব্যক্তি হিসেবে বর্ণনা করেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রচারণার জন্য আসফুরাকে প্রশংসা করেন। গত কয়েক মাস ধরে মাদুরোর সঙ্গে ট্রাম্পের কথার লড়াই চলছে।

নাসরালা বলেছেন, নির্বাচিত হলে তিনি ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, ভেনেজুয়েলার গত বছরের পুনর্নির্বাচনকে বহু দেশ অবৈধ বলে আখ্যা দিয়েছে। সেই নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা মাদুরো দেশটির একটি মাদকচক্রের নেতৃত্বে আছেন।

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর নেতৃত্বে পরিচালিত হন্ডুরাস এখন কিউবা ও ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
উগান্ডায় বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী Jan 17, 2026
img
সংসার ও মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন কারিনা Jan 17, 2026
img
৫ম দিনেও ব্যবসায় দারুণ গতি ধরে রেখেছে চিরঞ্জীবী-নয়নতারার সিনেমা Jan 17, 2026
img
‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সেলোনা সতীর্থরা Jan 17, 2026
img
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু Jan 17, 2026
img
একদিন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, আশাবাদী ফিফা সভাপতি Jan 17, 2026
img
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি Jan 17, 2026
img
বিপিএলে ২০০ রান না হওয়া নিয়ে ইমনের মন্তব্য Jan 17, 2026
img
দারুণ সেঞ্চুরিতে কোহলি-রুশোকে ছাড়িয়ে গেলেন ডেভিড ওয়ার্নার Jan 17, 2026
img
নিজের কাজের সিদ্ধান্ত নিজেই নেন অভিনেত্রী মিমি চক্রবর্তী Jan 17, 2026
img
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুনভাবে গঠন Jan 17, 2026
img
মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের Jan 17, 2026
img
আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি Jan 17, 2026
img
কে কী বলল তা শোনার প্রয়োজন নেই, জীবন ছোট: সোহিনী Jan 17, 2026
img
আজ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্মদিন Jan 17, 2026
img
বেনাপোল বন্দরে ভ্রমণে ১৪ লাখ, বাণিজ্যে ১২ কোটি টাকা রাজস্ব আয় Jan 17, 2026
img
কোন পরিকল্পনায় মঈনকে আউট করেছেন রিপন? Jan 17, 2026
img
জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী Jan 17, 2026
img
জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হলেন বাংলাদেশের সাবেক কোচ Jan 17, 2026
img
মৃণাল সেনের আচরণ ছিল অনন্য মন্তব্য করলেন অভিনেত্রী মমতা শঙ্কর Jan 17, 2026