‘বিগ বস্’ মানেই একের পর এক মুহূর্ত নিয়ে চর্চা। সম্প্রতি, ‘বিগ বস্ ১৯’ থেকে বাদ পড়েছেন অশনূর কৌর। তাঁর বিরুদ্ধে অপর প্রতিযোগী তান্যা মিত্তলের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। ঠিক কী ঘটেছিল ‘বিগ বস্’-এর বাড়ির অন্দরে? মুখ খুললেন অশনূর।
সলমন খান সঞ্চালিত অনুষ্ঠানের চলতি মরসুম শেষের দিকে। তার কিছু দিন আগেই বাদ পড়লেন অশনূর। অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে কাঠের পাটা দিয়ে নাকি তান্যাকে মেরেছেন অশনূর। ঘটনার সঙ্গে সঙ্গে তাঁকে ‘বিগ বস্’-এর বাড়ি থেকে বার করে দেন সলমন। এ বার সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্য প্রকাশ করেন অশনূর। তান্যাকে ‘মেকি’ বলে সম্বোধন করেন তিনি। শারীরিক গঠন নিয়ে তান্যার মন্তব্য তাঁকে অতীতের কঠিন সময়টা মনে করিয়ে দিয়েছিল, অভিযোগ অশনূরের। তাঁর দাবি, তান্যা তাঁর কাছে কখনও ক্ষমা পর্যন্ত চাননি। তা ছাড়াও তাঁর দাবি, তান্যাকে ইচ্ছাকৃত মারেননি তিনি।
অশনূর বলেন, “ও (তান্যা) ভীষণ মেকি, দুমুখো। সব সময়েই অভিনয় করছে। ও নেতিবাচকতায় ভরা। সেই কারণেই, প্রথম দিন থেকেই আমাদের সে ভাবে বন্ধুত্ব হয়নি। কারণ, আমি সবটাই মুখের উপর বলে দিই, সেটা ভাল হোক বা খারাপ। আমার কাউকে পছন্দ না হলে সেটাও স্পষ্ট বুঝিয়ে দিই। তার পরে ও পিছনে গিয়ে বাজে কথা বলত। এগুলো দুর্বল মানুষেরা করে বলে মনে করি। ওর জন্য করুণা হয়।”

তান্যা নাকি মাঝে অশনূরকে ‘মোটা’, ‘হাতি’ বলেও কটাক্ষ করেন। সেই শুনে কিশোরী বয়সের একটা পর্বের কথা মনে পড়ে গিয়েছিল অশনূরের, যেটা খুবই অস্বস্তিকর। কিশোরী বয়সেও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। খাওয়াদাওয়া ছেড়ে রোগা হতে চেয়েছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, “এখনও ওই কথা বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। আমার জীবনের অন্ধকার অধ্যায় ওটা। তা ছাড়া, আমাকে তখন থেকেই পর্দায় দেখা যেত, ক্যামেরার সামনে আসতাম। কঠিন সময় ছিল, কিন্তু সেরে উঠেছিলাম ধীরে ধীরে। কিন্তু ওই একটা ঘটনা, জানি না কী হল। ঠিক যেন কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গেল। আমি এর পরে আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম। কারণ, ও (তান্যা) আমার মতো হাজার হাজার মানুষকে আঘাত করেছিল। ‘বডি পজ়িটিভিটি’ নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।” অভিনেত্রীর দাবি, এই ঘটনার পরে কোনও দিন ঠিক করে নাকি তাঁর কাছে ক্ষমাও চাননি তান্যা।
সেই রাগ থেকেই তান্যাকে আঘাত করেন অশনূর? তাঁর কথায়, একেবারেই অনিচ্ছাকৃত ঘটনা সেটি। অশনূর বলেন, “আমার জন্য ওর লেগেছে বলে আমার খুব খারাপ লেগেছে। আমি অত্যন্ত দুঃখিত। আমি অনিচ্ছাকৃত ভাবে হলেও ওকে আঘাত করেছি। সপ্তাহের শেষে ‘উইকএন্ড কা ওয়ার’ হওয়ার আগে আমি জানতেও পারিনি যে ওর এত জোরে লেগেছে। কারণ, আমি ইচ্ছা করে কিছুই করিনি।”
এসএন