যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন গত সোমবার আরো আটজন ইমিগ্রেশন বিচারককে বরখাস্ত করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেসের একজন কর্মকর্তা এই তথ্য জানান। বরখাস্ত হওয়া বিচারকরা নিউইয়র্ক সিটির ২৬ ফেডারেল প্লাজায় কাজ করতেন।
তানিয়া নেমার নামের একজন সাবেক ইমিগ্রেশন বিচারক দেশটির বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করার পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন ব্যবস্থা নেওয়া হলো।
তানিয়ার অভিযোগ, তিনি বেআইনি অবমাননার শিকার।
তানিয়া নেমার ওহাইও অঙ্গরাজ্যের সাবেক ইমিগ্রেশন বিচারক। সোমবার আদালতে করা মামলায় তিনি অভিযোগ করেন, তাঁর প্রতি লৈঙ্গিক বৈষম্য করা হয়েছে। তিনি লেবাননের দ্বৈত নাগরিক, এটিও একটি কারণ।
এ ছাড়া আগে একজন ডেমোক্র্যাট হিসেবে স্থানীয় অফিস চালিয়েছেন। এসব কারণে তাঁকে বরখাস্ত করা হয়।
এ বছর যুক্তরাষ্ট্রজুড়ে ইমিগ্রেশন কোর্ট থেকে মোট ৯০ জন বিচারককে বরখাস্ত করা হয়। এর মধ্যে নিউইয়র্কের ছিলেন ছয়জন।
এতে ইমিগ্রেশন আদালতের কার্যক্রম স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন অভিবাসন আইনজীবীরা।
সূত্র : এবিসি নিউজ অনলাইন
এমআর/টিকে