মার্কিন ডলারের বিপরীতে আবার সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে ভারতীয় রুপি। গত সোমবার আন্ত ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিপরীতে রুপির দর দাঁড়িয়েছে ৮৯.৭৩, যা এখন পর্যন্ত রুপির সবচেয়ে দুর্বল অবস্থান। মাত্র দুই সপ্তাহ আগে মুদ্রাটি ৮৯.৪৯ রেকর্ড স্পর্শ করেছিল। নতুন দর সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
অভ্যন্তরীণ অর্থনীতির শক্ত ভিত্তি থাকা সত্ত্বেও চলতি বছর এশিয়ার সবচেয়ে বাজে পারফর্ম করা মুদ্রাগুলোর তালিকায় রয়েছে রুপি। বাজার বিশ্লেষকদের মতে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) নিয়মিত হস্তক্ষেপ না করলে রুপির পতন আরো তীব্র হতে পারত।
রুপির এই দরপতন এমন সময়ে ঘটল, যখন ভারত শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। সেপ্টেম্বর প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮.২ শতাংশ, যা রয়টার্সের পূর্বাভাসের তুলনায় অনেক বেশি।
রয়টার্সের জরিপ অনুযায়ী, ডিজিপি প্রবৃদ্ধি ৭.৩ শতাংশ।
তবে ব্যাংকারদের মতে, এই প্রবৃদ্ধি রুপিকে খুব একটা সহায়তা করতে পারেনি। যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তিতে অগ্রগতি না থাকা, আমদানিকারকদের বাড়তি হেজিং কার্যক্রম এবং ব্যালান্স অব পেমেন্টের অনুকূল পরিস্থিতি না থাকায় রুপির ওপর চাপ অব্যাহত রয়েছে।
ব্যবসায়ীরা জানান, সোমবার নন-ডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) মার্কেটে পজিশনের মেয়াদপূর্তির কারণে অতিরিক্ত চাপ তৈরি হয়।
এ সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বিভিন্ন পর্যায়ে ডলার ছাড়তে দেখা গেছে।
এমআর/টিকে