ভারতের চলচ্চিত্র অঙ্গনে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজামৌলি- মহেশ বাবুর বহুল প্রতীক্ষিত ছবি বারাণসী। শোনা যাচ্ছে, ছবিটির সব ভাষার ওটিটি স্বত্ব কিনতে নেটফ্লিক্স নাকি প্রস্তাব দিয়েছে চোখ কপালে তোলার মতো ছয়শ পঞ্চাশ কোটি টাকা। তবে আশ্চর্যের বিষয়, এত বড় অঙ্কের প্রস্তাবও এখনো গৃহীত হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। বরং গুঞ্জন আছে, তারা চাইছেন আরও বড় দর, হয়তো সাতশ কোটি টাকারও বেশি।
ভারতের ইতিহাসে ওটিটি স্বত্ব বিক্রির যে তালিকা রয়েছে, সেখানে এই প্রস্তাবটি শীর্ষে উঠে এসেছে গুজব হিসেবেই। দ্বিতীয় স্থানে রয়েছে কল্পী দুই হাজার আটশ আটানব্বই এডি, যার স্বত্ব বিক্রি হয়েছিল তিনশ পঁচাত্তর কোটিতে। তার পরে কেজিএফ অধ্যায় দুই এবং আরআরআর। কিন্তু বারাণসীর সম্ভাব্য অঙ্ক ছাপিয়ে গেছে সব রেকর্ড, যা ভারতীয় চলচ্চিত্রের ডিজিটাল ভবিষ্যৎকে নতুন করে ভাবতে বাধ্য করছে সংশ্লিষ্ট সবাইকে।
শিল্পে আলোচনা চলছে আরেকটি কারণেও। ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে অভিনব কৌতূহল। রাজামৌলির বৈশ্বিক জনপ্রিয়তা, মহেশ বাবুর ব্যাপক গ্রহণযোগ্যতা আর প্রিয়াঙ্কা চোপড়ার আন্তর্জাতিক পরিচিতি- সব মিলিয়ে এই প্রকল্পকে বলা হচ্ছে ভারতীয় ছবির ইন্ডিয়ানা জোন্স ধাঁচের অভিযাত্রিক রূপকথা। অ্যাকশন, পুরাণ আর দুঃসাহসিক রোমাঞ্চের মিশেলে ছবিটি নাকি ভারতীয় সিনেমাকে নতুন উত্তেজনার দিকে নিয়ে যাবে।
নেটফ্লিক্সও বিশ্ববাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে, আর সেই কারণে বারাণসী তাদের সবচেয়ে বড় ভারতীয় বিনিয়োগ হতে পারে বলেই মনে করছেন ব্যবসায়িক বিশ্লেষকেরা। প্রস্তাবটি গৃহীত হলে ডিজিটাল প্ল্যাটফরমে ভারতীয় বড় বাজেটের ছবির মূল্যায়ন এক ধাপ এগিয়ে যাবে, এবং ভবিষ্যতের ওটিটি অধিগ্রহণের নিয়মকানুনই বদলে যেতে পারে।
টিজে/এসএন