দেশজুড়ে আলোচনায় এখন ধানুশ। কারণ তিনি এমন এক সাফল্য ছুঁয়েছেন, যা ভারতীয় চলচ্চিত্রে আর কোনো তারকা আগে পারেননি। একই বছরে তিনটি ভিন্ন ভাষার ছবির প্রথম দিনে দুই অঙ্কের কোটি টাকার আয়-এই বিরল কৃতিত্ব এখন তারই দখলে। হিন্দিতে ‘তেরে ইশ্ক মেঁ’, তামিলে ‘ইডলি’ এবং তেলুগুতে ‘কুবেরা’-তিন ছবিই মুক্তির দিনেই বিপুল আয় এনে দিয়েছে, আর তাতেই ধানুষের নাম নতুনভাবে উঠে এসেছে সর্বভারতীয় তারকার আলোচনায়।
আবেগময় ড্রামা থেকে শুরু করে জনমুখী বাণিজ্যিক ছবি-ধানুশের অভিনয়ের পরিসর যে কতটা বিস্তৃত, তা এই সাফল্য আবারও প্রমাণ করেছে। ভিন্ন ভাষা, ভিন্ন দর্শকশ্রেণি, ভিন্ন নির্মাণশৈলী-সব বাধা পেরিয়ে তার উপস্থিতি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে।
অনেকে যেখানে সর্বভারতীয় পরিচিতির স্বপ্ন দেখেন,ধানুশ সেখানে তা বাস্তবায়ন করছেন পর্দা ও বক্স অফিস-দুটো জায়গাতেই সমান শক্তি নিয়ে। তার জনপ্রিয়তা এখন শুধু আঞ্চলিক নয়, সত্যিকার অর্থেই সর্বভারতীয় সাফল্যের মাপকাঠি হয়ে উঠছে।