রবি তেজাকে ঘিরে আচমকাই এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হচ্ছিল, তাঁর পরের ছবিতে নাকি থাকছেন ছয়জন নায়িকা। খবরে প্রকাশ, এই কথাটি এত দ্রুত ছড়ায় যে ভক্তদের মধ্যেও দেখা দেয় বিভ্রান্তি। কিন্তু গুঞ্জনের জন্মভূমি যাই হোক, তা থামাতে খুব দেরি করেনি রবি তেজার টিম। তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এমন কোনো পরিকল্পনাই নেই, খবরটি একেবারেই ভিত্তিহীন। অনুরোধও করেছেন, যাচাই না করে যেন কেউ এমন মিথ্যে তথ্য ছড়ায় না।
এদিকে সামনে আসছে দুই হাজার ছাব্বিশে মুক্তি পাওয়া রবি তেজার বহু প্রতীক্ষিত ছবি ভারথা মহাসায়ুলাকু বিজ্ঞাপতি। শেষ পর্যায়ের কাজ চলছে পুরো দলের। এই ছবিকে ঘিরেই এখন মূল আগ্রহ গড়ে উঠেছে ভক্তদের মধ্যেও। পাশাপাশি শুরু হয়েছে শিবা নির্ভানার নতুন ছবির শুটিং, যা রবি তেজার কর্মব্যস্ততায় নতুন মাত্রা যোগ করেছে।
এই দুই প্রজেক্ট ঘিরে এখন শিল্পীকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। তাই তাঁর টিমও জানিয়েছে, ভক্তরা যেন শুধু সরকারি তথ্যেই ভরসা করেন এবং অমূলক অনলাইন গসিপে কান না দেন। রবি তেজার নতুন কাজ এবং মুক্তিপ্রস্তুত চলচ্চিত্র দুটোকেই ঘিরে এই মুহূর্তে শিল্পীজীবনের অন্যতম ব্যস্ত সময় পার করছেন তিনি।
এমকে/এসএন