কার্তিক আরিয়ান এবার নতুন এক একশন সিনেমার সঙ্গে করণ জোহারের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন। এই ছবির নির্দেশনা দেবেন ‘আরিয়া’ এবং ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত স্যান্ডীপ মোদি। করণ, কার্তিক এবং স্যান্ডীপ একত্রিত হয়ে একটি নতুন, উচ্চ-উৎসাহভরা প্রকল্পে হাত মিলাচ্ছেন, যা দর্শকদের সামনে কার্তিককে সম্পূর্ণ নতুন এক একশন অবতার দেখাবে বলে আশাবাদী নির্মাতারা।
আগের পরিকল্পিত যুদ্ধভিত্তিক ছবিটি বাস্তবায়ন না হওয়ার পরেও কার্তিক এবং স্যান্ডীপের সৃজনশীল বন্ধন নতুন গল্পের জন্ম দেয়। মোদির প্রস্তাবনা দেখে প্রভাবিত হয়ে করণ জোহার ধর্মা প্রোডাকশনসের ব্যানারে এই প্রজেক্টকে অনুমোদন দেন। এর ফলে এটি কার্তিকের পূর্ববর্তী ধর্মা প্রোডাকশনসের সহযোগিতার ছবি থেকে সম্পূর্ণ ভিন্ন একটি সিনেমা হবে। বিশেষ করে, ছবিটিতে কার্তিককে শারীরিক ও মানসিকভাবে আরও চ্যালেঞ্জিং একটি ভূমিকায় দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
কার্তিকের ক্যারিয়ার এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। ‘তু মেরি মেইন টেরা’ ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পেতে চলেছে, স্বাধীনতা দিবস ২০২৬-এ ‘নাগজিলা’ আসছে, এবং অনুরাগ বসু পরিচালিত একটি মিউজিক্যালও তাদের লাইনআপে রয়েছে। বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মতে, এই একশন সিনেমা কার্তিকের ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম।
ইএ/এসএন