শিরিন পাল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অন্তর্মুখী ভাবনা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, মা তাকে বলেছিলেন, "পথ জনপ্রিয় আর প্রিয়জন। তুমি কোনটা হবে তা তুমি ঠিক করবে।" শিরিন স্বীকার করেছেন, এই দুটো পথের কোনোটিই মসৃণ নয়। তবুও তিনি নতুন সাহস নিয়ে এক নতুন পথে হাঁটা শুরু করছেন। তাঁর কথায় স্পষ্ট, এটি শুধু জীবনপথের নয়, বরং আত্মপরিচয় ও স্বপ্নের পথে এক নতুন যাত্রার সূচনা।
এই পোস্টটি প্রকাশ করেছে তাঁর ভক্তদের মধ্যে চিন্তাশীলতা ও অনুপ্রেরণার অনুভূতি। শিরিনের নতুন যাত্রা ভক্তদের কাছে ইতিমধ্যেই কৌতূহল এবং উৎসাহের সৃষ্টি করেছে।
এমকে/এসএন