টেলিভিশনের ফ্রেম থেকে বড়পর্দার আলো—দুই জগতেই নিজের জায়গা শক্ত করে নিয়েছেন বিক্রান্ত মাসে। কাজের ব্যস্ত জীবনের পাশেই সংসার তাঁর আলাদা এক আশ্রয়। স্ত্রী শীতল আর নবজাতক পুত্র বরদানকে ঘিরেই এখন তাঁর দিনগুলো কেটে যায়। বাবা হওয়ার পর থেকেই যেন বদলে গেছে তাঁর ভেতরের মানুষটি। সেই পরিবর্তনের গল্পই উঠে এল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।
বিক্রান্ত খুলে বললেন সন্তান জন্মের সময়ের অভিজ্ঞতা। জানালেন কীভাবে দীর্ঘ তিরিশ ঘণ্টার যন্ত্রণা পাড়ি দিয়েছেন শীতল। সেই দৃশ্যই যেন তাঁর জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। তিনি বলেন, সন্তানের বেড়ে ওঠায় বাবার ভূমিকা বড় হলেও মায়ের অবস্থান তুলনাহীন। শীতলকে এই সময় দেখে তাঁর কাছে মাতৃত্ব এক নতুন অভিধা পেয়েছে। চেহারার পরিবর্তন, স্ফীতোদর, যন্ত্রণা—সব মিলিয়ে এক অনন্য শক্তির মুখোমুখি হয়েছিলেন তিনি। এই অভিজ্ঞতার পর শীতলের প্রতি তাঁর ভালোবাসা আরও গভীর হয়েছে।
অভিনেতা বলেন, শীতলই তাঁর আশীর্বাদ। জীবনে স্থিরতা, ভরসা আর সম্পর্কের প্রতি স্বচ্ছতা তিনি পেয়েছেন এই সঙ্গীর কাছেই। তাই কখনও নিজের মধ্যে অঙ্গীকারভীতি তৈরি হয়নি। বরদান নামটিও শীতলই ঠিক করেছেন।
বিক্রান্তের অভিনয়জীবনও চলছে উর্ধ্বমুখী গতিতে। টেলিভিশন দিয়ে শুরু করে বড়পর্দায় জায়গা করে নিয়েছেন স্বচ্ছন্দে। সম্প্রতি তাঁর ঝুলিতে যোগ হয়েছে সবচেয়ে বড় প্রাপ্তি—জাতীয় পুরস্কার। ব্যক্তিজীবনে শীতল ও বিক্রান্ত বিয়ের বন্ধনে আবদ্ধ হন ২০২২ সালের ভ্যালেন্টাইনস ডে’র মৌসুমে। এখন তাঁদের ছোট সংসারকে কেন্দ্র করেই নতুন সব অধ্যায় লেখা শুরু হয়েছে।
এসএন