ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তরলীকৃত গ্যাস (এলএনজি) ও পাইপলাইন গ্যাস আমদানি বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার ব্রাসেলসে জানানো হয়, ২০২৬ সালের শেষে রাশিয়ান এলএনজি এবং ২০২৭ সালে পাইপলাইন গ্যাস পুরোপুরি নিষিদ্ধ হবে।
খসড়া নিয়ম অনুযায়ী, ১৭ জুন ২০২৫-এর আগে হওয়া স্বল্পমেয়াদি চুক্তি অনুযায়ী এলএনজি আমদানি বন্ধ হবে ২৫ এপ্রিল ২০২৬ থেকে, আর পাইপলাইন গ্যাস ১৭ জুন ২০২৬ থেকে। দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ১ জানুয়ারি ২০২৭ থেকে এবং পাইপলাইন চুক্তি ৩০ সেপ্টেম্বর ২০২৭ থেকে বন্ধ হবে। প্রয়োজন হলে সর্বোচ্চ ১ নভেম্বর ২০২৭-এর মধ্যেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
জ্বালানি সংকট দেখা দিলে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সুযোগ রাখা হয়েছে। তবে সিদ্ধান্ত নিয়ে ইউরোপের ভেতরে সমালোচনা চলছে।
অর্থনীতিবিদ মারিও দ্রাঘি সতর্ক করেছেন, রাশিয়ান গ্যাস ছাড়ার পথে ইউরোপ এখনো কাঠামোগত জ্বালানি দুর্বলতায় ভুগছে। গ্যাসের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় চার-পাঁচ গুণ বেশি।
রাশিয়া দাবি করছে, ইউরোপের এই নীতি তাদের নিজস্ব অর্থনীতি ও শিল্পে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউরোপের জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আসবে।
টিজে/এসএন