রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন শাখা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতারা পদত্যাগ করেছেন। দলটির ইউনিয়ন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফের নেতৃত্বে একযোগে দলীয় সব পদ থেকে পদত্যাগ করেন নেতারা।
গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বেতগাড়ী বাজার জিরো পয়েন্টে সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা উপস্থিত ছিলেন।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন শাখা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফ। পদত্যাগকারী অন্যরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর রহমান রঞ্জু ও মো. নুরুজ্জামান নয়া, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রকিবুল হক, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম হুকমা, আওয়ামী লীগ নেতা হরিমল এবং যুবলীগ নেতা রবিউল ইসলাম ও বায়েজিদ।
স্থানীয় সূত্র জানায়, দলত্যাগের ঘোষণা দেওয়া এসব নেতার মধ্যে সবচেয়ে আলোচিত মোহাইমিনুল ইসলাম মারুফ। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় কারাবরণ করেন তিনি। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকেও বহিষ্কার করা হয় তাঁকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাইমিনুল ইসলাম মারুফ বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করেছি। কিন্তু সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি আমরা ভুল পথে ছিলাম। জনগণ যে প্রত্যাশা করেছিল, আমরা তা পূরণ করতে পারিনি। তাই আজ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজকের এই মুহূর্ত থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমরা এর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকব না।’
মোহাইমিনুল আরো বলেন, ‘আমরা আমাদের ভুল স্বীকার করছি। সেইসঙ্গে ভবিষ্যতে জনগণের পক্ষে থেকে ন্যায় ও নীতির রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা দিচ্ছি। ক্ষমতার রাজনীতির সঙ্গে আর কোনোভাবে যুক্ত থাকতে চাই না।’
ইউটি/এসএন