ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলোর স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের চলমান ও নির্ধারিত পরীক্ষাগুলো দ্রুত শুরু করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বুধবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ উপাচার্যের কার্যালয়ে ডাকসুর জিএস এস এম ফরহাদের নেতৃত্বে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে এই স্মারকলিপি দেন ডাকসুর প্রতিনিধিরা।
এর আগে ভূমিকম্পের কারণে গত ২২ নভেম্বর রাতে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল খালি করা নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে নির্ধারিত ক্যালেন্ডারেভুক্ত শীতকালীন ছুটি যোগ করে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ডাকসুর স্মারকলিপিতে বলা হয়েছে, শীতকালীন অবকাশ এবং সাম্প্রতিক ভূমিকম্পজনিত বিশেষ পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্নাতক পর্যায়ের চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের বহু শিক্ষার্থী মাত্র কয়েকটি পরীক্ষার অপেক্ষায় রয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে পরীক্ষাসমূহ সম্পন্ন করতে না পারলে বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে গুরুতর বাধার সম্মুখীন হবে—যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে।
এতে আরো বলা হয়, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা চলমান ছিল অথবা নির্ধারিত ছিল। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে এবং তাদের শিক্ষাজীবনের স্বাভাবিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে ওইসব বিভাগ ও ইনস্টিটিউটসমূহে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষাসমূহ দ্রুত পুনরায় শুরু করার জন্য অনুরোধ জানানো হলো।
ইউটি