গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও ডামি প্রার্থীরা অংশ নিলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়। তারা ভোটে অংশ নিলে জনগণ তাদের বিরুদ্ধে ভোট দেবে। এ নিয়ে অন্তর্বর্তী সরকার নমনীয়তা দেখালে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।’
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থাণে আমার ভাই আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমরা শহীদ হয়েছেন। দুই হাজার ভাই-বোন জীবন দিয়েছেন। শিশুরাও হাসিনার গুলি থেকে রেহাই পায়নি।
কাজেই, সেই আওয়ামী লীগের লোকজন আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।’
তিনি বলেন, তবে যেসব আওয়ামী লীগের লোকজন মানুষের সঙ্গে জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, তাদের সঙ্গে আমরাও কোনো জুলুম করব না। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের নামে ডামি এমপি ও আওয়ামী দোসরদের বাংলাদেশের রাজনীতিতে মেনে নেওয়া হবে না।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। ভোটের মাঠে টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের ডামি এমপিরা টাকার জোরে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবে। ভোটার ভাই-বোনেরা, আপনারা আওয়ামী লীগের ডামি প্রার্থীদের দেখামাত্রই জুতাপেটা করবেন। ঝাঁটা দিয়ে ধোলাই করবেন। এই ডামি আওয়ামী দোসররা হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল।
এর আগে বিকেল ৫টায় সদর উপজেলার হাটগোপালপুর বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন রাশেদ খান। এ সময় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কেএন/টিএ