রাজধানীর উত্তরায় ভুয়া অফিস বানিয়ে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। বুধবার (৩ ডিসেম্বর) এক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, গতকাল মঙ্গলবার রাজধানীর মালিটোলা পার্ক এলাকা হতে চক্রটির তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, সনজ সাহা ওরফে উজ্জ্বল চৌধুরী (৫৬), মো. মোশারফ হোসেন (৬৪) ও মো. শাহজাহান (৪৬)।
মামলার এজাহারে বলা হয়, ওই সরকারি কর্মকর্তা অবসর নেয়ার পর আব্দুর রশিদ নামের এক ব্যক্তি তাকে উচ্চ পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে উত্তরার একটি অফিসে ডেকে নেয়। সেখানে একটি গ্রুপে ২,৫০০ মার্কিন ডলার মাসিক বেতনে পরিচালক পদে নিয়োগের জন্য তাদের মধ্যে আলোচনা হয়। একইসঙ্গে ভুক্তভোগীকে লাভজনক একটি ব্যবসার প্রস্তাব দেয়া হয়। পরে প্রতারকরা একটি কোম্পানির বাণিজ্যিক ব্যবস্থাপক পরিচয় দিয়ে ঘড়ি কেনাবেচার ব্যবসায় উদ্বুব্ধ করেন। এভাবে চাকরির পাশাপাশি ঘড়ি সরবরাহের মাধ্যমে অল্প সময়ে অধিক মুনাফা অর্জনের সুযোগ দেখিয়ে ভুক্তভোগীকে বিনিয়োগে উৎসাহিত করা হয়।
সিআইডি আরও জানা যায়, গ্রেফতারকৃতরা বাদীর কাছ থেকে ধাপে ধাপে মোট ৪৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বলে স্বীকার করেছেন। এই চক্রের সদস্যরা প্রতিটি অপরাধের সময় ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করে এবং অপরাধ শেষ হয়ে গেলে সেসব নষ্ট করে ফেলে। বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় সিআইডি।
আরপি/এসএন