নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের বনফুল মোড় এলাকায় এবং রাতে সদর উপজেলার কাজীর হাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার পূর্ব কুখাপাড়া এলাকার মৃত জসির উদ্দিনের ছেলে ছকত আলী (৬৭) ও ডোমার উপজেলার চিলাহাটির সবুজ পাড়া এলাকার বাসিন্দা জোবেদ আলী (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছকত আলী একটি স্থানীয় আবাসিক হোটেলে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। ভোরে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে বনফুল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে জোবেদ আলী রংপুরে রাজনৈতিক সমাবেশ শেষে বাসযোগে চিলাহাটি ফিরছিলেন। পথে বাসটি এশার নামাজের বিরতিতে কাজীর হাট এলাকায় থামে। সে সময় মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর এম সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআর