চলতি মৌসুমে আমন ধানের ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বাংলাদেশ খেতমজুর ও কৃষক সংগঠন। এ সময় সহজ প্রক্রিয়ায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিও জানান সংগঠনের নেতারা। কর্মসূচি শেষে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে রেলগেটে সমাবেশ করে।