রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশে খালি মাঠে হেলিকপ্টার নামানোর মহড়া চালিয়েছে সেনাবাহিনী।
পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার পর এভারকেয়ারের পাশে দুটো মাঠের ওপরে চক্কর দিয়ে হেলিকপ্টার নামানোর সম্ভাব্যতা যাচাই করা হয়।
আগে থেকেই প্রস্তুত রাখা হয় মাঠ দুটো। মহড়া ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে বুধবার (৩ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই মহড়ার কথা উল্লেখ করে এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়া এবং গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। তার নিরাপত্তায় এসএসএফ মোতায়ন করা হয়েছে।
এসএন