বাগেরহাটের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফকিরহাট উপজেলার আট্টাকা ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে আট্টাকা জামে মসজিদের পাশে অবস্থিত স্বামীর কবরের পাশে তার দাফন কার্য সম্পন্ন হয়। তার নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলী ২০০৯ সালের ২৫ জানুয়ারি থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি খুলনা মহিলা লীগের সভানেত্রী ছিলেন।
আরপি/এসএন