স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকারবিষয়ক মহাপরিচালক লুসিয়া গার্সিয়া রিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।
গত ১৮ নভেম্বরে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া এই সাক্ষাতের তথ্য বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানিয়েছে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস।দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ও মহাপরিচালক ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি কাউন্সিলের আইএমও নির্বাচনে একে অপরের প্রার্থিতার প্রতি পারস্পরিক সমর্থনের প্রশংসা করেন।
তারা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে তাদের প্রার্থিতা দাখিল করার সময় ভবিষ্যতে একে অপরের প্রতি সমর্থন এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এসএস/টিএ