টিসকা চোপড়ার প্রথম ওয়েব ফিল্ম ‘সালি মহব্বত’-নামটির মধ্যেই লুকিয়ে আছে সম্পর্কের জটিলতা, আবেগ ও অদৃশ্য রহস্যের টান। আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন রাধিকা আপ্তে। আগামী ১২ ডিসেম্বর জি৫-এ মুক্তি পেতে যাওয়া ছবিটির নতুন ট্রেলার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীরা যেন নতুন করে আবিষ্কার করছেন এই অভিনেত্রীকে।
ট্রেলারে দেখা যায় ফুরসতগড় নামের শান্ত, ছোট শহরে বসবাস করেন রাধিকা। তার চরিত্রের নাম ‘স্মিতা’, যার দুনিয়া খুব সাদামাটা। নিজের বাগান, স্বামী আর রুটিনমাফিক জীবন। কিন্তু এ নীরবতার আড়ালেই জমে আছে ঘন কুয়াশা। শহরে ঘটে ভয়াবহ দ্বৈত খুন এবং তদন্ত যত এগোয়, স্মিতাকে ঘিরে স্পষ্ট হতে থাকে অস্বস্তিকর নীরবতা-যেন সে নিজেই জীবনের কোনো গোপন অধ্যায় লুকিয়ে রেখেছে।
ওয়েব ফিল্মটি নিয়ে রাধিকা বলেন, ‘ট্রেলারে স্মিতার জগতের অস্বস্তিকর নীরবতা ফুটে উঠেছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে সঠিকভাবে ধরতে সাহায্য করেছে।’
এতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা দিব্যেন্দু শর্মা বলেন, ‘ট্রেলারটি প্রকাশের পর থেকেই পরিচিতদের থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেকেই এটি মুক্তির অপেক্ষায় আছেন। নতুন ধরনের একটি গল্পে অভিনয় করার সুযোগ হয়েছে। যার জন্য নির্মাতাকে ধন্যবাদ। এ ছাড়া রাদিকা দারুণ করেছেন। তিনি একজন অসাধারণ আর্টিস্ট।’
এতে আরও অভিনয় করেছেন অনুরাগ কশ্যপ, সোরাসেনি মৈত্র, কুশা কপিলা, শরৎ সাক্সেনা প্রমুখ। ‘সালি মহব্বত’ মুক্তি পেতে চলেছে আগামী ১২ ডিসেম্বর, শুধু জি৫-এ।
কেএন/এসএন