ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইককে বাসের চাপা দেওয়ার ঘটনায় আরও একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। এর আগে, দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৪৫), নুরুন্নাহার বেগমের মেয়ে রিমু আক্তার (২৩) ও তার নাতি রায়হান (২ বছর ৬ মাস)। আরেকজন অজ্ঞাত পুরুষ (আনুমানিক ৫৬ বছর)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে অটোরিকশাটি (ইজিবাইক) ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। একই সময় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পলাতক।
তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান। নিহতদের মরদেহ পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এমআর/টিকে