এখনকার চলচ্চিত্র দুনিয়ায় যখন ঝলমলে রোমান্টিক গল্পই যেন সাফল্যের সহজ রাস্তা, ঠিক সেই সময়টি নিয়েই অন্য পথে হাঁটছেন ম্রুনাল ঠাকুর। চোখধাঁধানো সাজে বা চটকদার প্রেমকাহিনির ভিড়ে তিনি খুঁজে নিচ্ছেন অন্তরের গভীরতা, চরিত্রের মানসিক জটিলতা আর গল্পের ভার।
তাঁর এই পথচলা যেন ধীরে ধীরে বদলে দিচ্ছে দর্শকের প্রত্যাশার পরিমাপও। কারণ আজকের প্রজন্ম পর্দায় খোঁজে সত্যি, খোঁজে অভিজ্ঞতার প্রতিধ্বনি- যা ম্রুনাল খুব সচেতনভাবেই সামনে আনছেন।
হিন্দি থেকে দক্ষিণ ভারত- দুই জগতেই নিজের অভিনয়গুণে জায়গা করে নিয়েছেন তিনি। ভাষা বদলালেও গল্পের আবেদন বদলায় না, আর ম্রুনালের কাজ যেন সেই কথাটিকেই আরও দৃঢ়ভাবে প্রমাণ করে। সামনে আসছে তাঁর বহুল প্রতীক্ষিত তেলুগু ছবি ‘ডাকয়িত’, যেখানে তাঁর সঙ্গে আছেন আদিভি সেশ। পাশাপাশি আছে বলিউডের ছবি ‘দো দিওয়ানে শহর মে’-যেখানে আবারও দর্শক পাবেন তাঁর আবেগমাখা অভিনয়ের স্বাদ।
যে সময়ে অনেকেই ট্রেন্ডের পেছনে ছুটছেন, সেই সময়ে ম্রুনাল যেন দাঁড় করিয়েছেন এক অন্য দৃষ্টান্ত। তিনি দেখাচ্ছেন, আলো নয়- গল্পই একজন শিল্পীর আসল শক্তি। ঝলমলে সাজ নয়- চরিত্রের সত্যিটাই শেষ পর্যন্ত টিকে থাকে।
কেএন/এসএন