স্ত্রী নয়, এখনো জাহিরের বান্ধবী ভাবতে ভালো লাগে: সোনাক্ষী

২০১৩ সালে বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের একটি পার্টিতে প্রথম সাক্ষাৎ হয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবালের। সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু, যা সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এর পরেরটা আপনাদের সবারই জানা, ২০২৪ সালের ২৩ জুন এ তারকা জুটি সাতপাকে বাঁধা পড়েন।

যদিও ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন সোনাক্ষী সিনহা। দীর্ঘ সময় তারা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলেননি।

তবে কাছের মহলে সেই সম্পর্কের কথা জানা ছিল। তাদের অভিজ্ঞতা থেকে শুরু করে আন্তঃধর্মীয় বিয়ের চাপ, সবকিছুর মধ্য দিয়ে সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক যেন একটি বাস্তব বার্তা। সম্পর্ক নিখুঁত না হলেও বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত সম্পর্ককে নতুন শক্তি দিতে পারে বলে জানিয়েছেন সোনাক্ষী সিনহা।



সামাজিক মাধ্যমে এ তারকা দম্পতির খুনসুটি, রসিকতা আর স্বাভাবিক হাসিখুশির মুহূর্তগুলো অনেকের কাছেই ‘আদর্শ’ দাম্পত্যের প্রতীক হয়ে উঠেছে। বিয়ের পর সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালকে সিনেমাঙ্গনের একটি আদর্শ সুখী তারকা দম্পতি হিসেবেই দেখা যায়। তবে এই সুখের পথটা মোটেও সহজ ছিল না। বিয়ের আগে তাদের সাত বছরের দীর্ঘ প্রেমজীবনে এমন একসময় এসেছিল, যখন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলী খানের পডকাস্টে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে কথা বলেন সোনাক্ষী সিনহা। তার আর জাহিরের প্রেম যখন তিন বছরে পা রেখেছিল, তখন সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়।

অভিনেত্রী বলেন, তখন এত ঝামেলা হচ্ছিল যে মনে হতো শুধু চুল ছেঁড়াছেঁড়ি করাটাই বাকি ছিল। আমরা একে অপরকে বুঝতেই পারছিলাম না।কোনো কথাই যেন কাজে আসছিল না। সম্পর্কটা কোথায় যাচ্ছে, সেটাও বুঝে উঠতে পারছিলাম না।

তিনি বলেন, এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই তারা পেশাদার সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেন। কাপল থেরাপি নেন।

কাপল থেরাপির অভিজ্ঞতা প্রসঙ্গে সোনাক্ষী বলেন, আমি বিষয়টি খুব খোলামনেই নিয়েছিলাম। এখন মনে হয়, সেটাই ছিল সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত। মাত্র দুটি সেশনেই আমরা আবার নিজেদের জায়গায় ফিরে আসি। তখন বুঝতে পারি, আমার সামনে থাকা মানুষটা আসলে কী চাইছে, কী বলতে চাইছে।

বিয়ের পর জীবনে কী পরিবর্তন এসেছে, এমন প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, জাহির ইকবালকে বিয়ে করার পরও নিজেকে তিনি এখনো ‘স্ত্রী’ নয়, ‘বান্ধবী’ হিসেবেই ভাবতে ভালোবাসেন। অভিনেত্রী বলেন, বিয়ে আমার জীবন খুব একটা বদলায়নি। এখনো নিজেকে জাহিরের বান্ধবী ভাবতেই ভালো লাগে। একটাই পার্থক্য, এখন মা–বাবার বাড়ির বদলে ওর সঙ্গে থাকছি।

তিনি বলেন, বিয়ের আগে যেমন কাজ করতাম, এখনো তেমনই করছি। বরং জীবনটা আরও সুন্দর হয়ে উঠেছে। এমন একজন সঙ্গী পেয়েছি, যার সঙ্গে জীবনের খুঁটিনাটি বিষয় শেয়ার করে নিতে পারি। জাহির আমার সবচেয়ে বড় সমর্থন আর শক্তি। ছোট ছোট বিষয়েও ওর পরামর্শ নিই, যদিও কখনো কখনো মনে হয়, একটু স্বাধীনচেতা হওয়াও দরকার বলে জানান সোনাক্ষী।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’কে নিয়ে বক্স অফিসে বিতর্কের ঝড় Dec 06, 2025
img
অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও: রিয়া গাঙ্গুলী Dec 06, 2025
img
কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ! Dec 06, 2025
img
সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রই ইউরোপের সবচেয়ে বড় মিত্র: ইইউ Dec 06, 2025
img
মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে দুবাই ক্যাপিটালস Dec 06, 2025
img
জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি Dec 06, 2025
মানহানি মামলায় বিপাকে কঙ্গনা রানাউত Dec 06, 2025
টি-টোয়েন্টিতে যে সাফল্য চেয়েছি, আমরা কাছাকাছি গিয়েছি: সালাউদ্দিন Dec 06, 2025
img

রাজা গোস্বামী

মানুষ যত উপরে উঠছে, বাড়ির তলা বাড়ছে, ততই সম্পর্কের গভীরতা কমছে Dec 06, 2025
পোস্টাল ভোট অ্যাপে তথ্য সংশোধনের শেষ দিন আজ Dec 06, 2025
ছাত্রদলের আবিদুলের গণমাধ্যম বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন! Dec 06, 2025
img
দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক Dec 06, 2025
ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন কূটনৈতিক পরিকল্পনা পাকিস্তানের Dec 06, 2025
img
আইজিপিকে বরখাস্ত করতে প্রধান উপদেষ্টাকে চিঠি Dec 06, 2025
নির্বাচনী জোট গঠনে কৌশল বিএনপি-জামায়াত-এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর Dec 06, 2025
img
স্ত্রী নয়, এখনো জাহিরের বান্ধবী ভাবতে ভালো লাগে: সোনাক্ষী Dec 06, 2025
img
আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি : সাবিকুন নাহার Dec 06, 2025
img
জয়ে ফিরল মোহামেডান, পয়েন্ট হারাল আবাহনী Dec 06, 2025
img
শেষ হলো বাঁধন সুনেরাহ ও শিমুদের শুটিং Dec 06, 2025
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে Dec 06, 2025