রণবীর সিং অভিনীত গুপ্তচরঘেরা থ্রিলার ‘ধুরন্ধর’কে ঘিরে উঠেছে বক্স অফিস বিতর্কের ঝড়। ছবির গল্প নয়, বিতর্কের কেন্দ্রে প্রথম দিনের আয়ের হিসাব। নির্মাতা ও সংশ্লিষ্ট সংস্থার দাবি, প্রথম দিনেই নাকি আয়ের অঙ্ক ছুঁয়েছে প্রায় ত্রিশ কোটি টাকা। কিন্তু শীর্ষ ট্রেড পোর্টালগুলোর মতে বাস্তবচিত্র একেবারেই ভিন্ন। তাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রকৃত আয় নাকি এর অর্ধেকের কাছাকাছি।
রাতারাতি আগাম টিকিট বিক্রির অস্বাভাবিক বৃদ্ধি, শো শুরুর আগেই বিপুল পরিমাণ বুকিং—সব মিলিয়ে প্রশ্ন উঠেছে আয়ের তথ্য কতটা স্বচ্ছ। ট্রেড বিশ্লেষকদের মতে, দিনের মোট আয়ের প্রায় এক-তৃতীয়াংশই নাকি ব্লক বুকিং থেকে এসেছে, যা ছবির প্রকৃত জনপ্রিয়তা সম্পর্কে তৈরি করেছে ঘন ধোঁয়াশা। তারা বলছেন, একটি ছবির সম্ভাবনা থাকলেও এ ধরনের বাড়তি দেখানো হিসাব শিল্পের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে এবং প্রকৃত অবস্থান বোঝা কঠিন হয়ে যায়।
আদিত্য ধর পরিচালিত এই ছবি ঘোরে পাকিস্তানের সন্ত্রাসী জালের গভীরে ঝাঁপ দেওয়া এক দুঃসাহসিক মিশনকে কেন্দ্র করে। রণবীর সিং ছাড়াও দলে আছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর মাধবন। ইতিমধ্যেই দ্বিতীয় পর্বের ঘোষণা করা হয়েছে, মুক্তি পেতে পারে দুই বছর পরে। কিন্তু প্রথম দিনের আয়কে ঘিরে এই বিতর্কের পর প্রশ্ন উঠে গেছে—ভবিষ্যৎ পর্বের গতি কি সত্যিই দর্শকের আগ্রহ টেনে আনতে পারবে, নাকি শুধু চমকপ্রদ সংখ্যার আবরণেই আটকে যাবে ফ্র্যাঞ্চাইজি?
ইএ/টিকে