গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া এবার সরব হলেন জাহ্নবী কপূরের জেন্ডার সমতার আহ্বানে। সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবীর ‘উই দ্য উইমেন এশিয়া’ বক্তৃতার একটি অংশ শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, কথার মধ্যেই শুরু হয় পরিবর্তন, আর সেখানেই যোগ করলেন জাহ্নবীর প্রতি তাঁর সমর্থন। দুই প্রজন্মের দুই তারকার এই আন্তরিক সংযোগ মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে ভক্তদের চোখে।
ভাইরাল ক্লিপটিতে জাহ্নবী দৃঢ় কণ্ঠে বলছিলেন, নারীরা চাইলে একসময়ে সব বাধাই পেরোতে পারে। তিনি বিশ্বাস করেন, নারী হওয়াই এক বিশেষ মর্যাদা, শুধু সেই মর্যাদার স্বীকৃতি পাওয়াটাই জরুরি। সচেতনতা, আলাপ আর নিজের কণ্ঠস্বর তুলে ধরার মধ্যেই রয়েছে পরিবর্তনের শুরু—এই বার্তাই ছড়িয়ে দিচ্ছিলেন তিনি।
অন্যদিকে, প্রিয়াঙ্কা এই বক্তব্যকে সমর্থন করে যেন আরও একবার স্মরণ করিয়ে দিলেন, কোন কথাটা কখন বলা প্রয়োজন। পর্দার বাইরের এই মানবিক সারল্য দুই অভিনেত্রীকে একই সূত্রে বেঁধে ফেলেছে। জাহ্নবী যখন সামনে আনছেন তাঁর আসন্ন মুক্তি ‘পেড্ডি’, প্রিয়াঙ্কা তখন প্রস্তুত হচ্ছেন ‘বারাণসি’ দিয়ে দীর্ঘদিন পর ভারতীয় পর্দায় ফিরতে। দুজনেরই কাজের পরিসর যত বড় হচ্ছে, ততই বড় হয়ে উঠছে সমাজে তাদের কথার প্রভাব।
এই দুই তারকার সমর্থন ও সংহতির মুহূর্ত যেন নতুন আলো ফেলে দিচ্ছে নারীর শক্তি ও সমতার লড়াই শুধু বক্তব্যে নয়, বরং হৃদয়ের গভীর বিশ্বাসে গড়ে ওঠে।
এমকে/টিকে