উদীয়মান অভিনেত্রী রাশা থাডানি লিজো জোসে পেল্লিসেরির বহুল প্রতীক্ষিত বলিউড অভিষেক সিনেমা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন শুটিং সূচির জটিলতার কারণে। ‘আজাদ’ দিয়ে নজর কাড়া এই নতুন অভিনেত্রী ‘লেইকি লাইকা’ ছবির শুটিং বিলম্বিত হওয়ায় সময়মতো নতুন প্রকল্পে যুক্ত হতে পারেননি। ফলে যতই আগ্রহ থাকুক, ছবিটি থেকে সরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না তাঁর।
হানসাল মেহতার প্রযোজনায় এবং এআর রহমানের সংগীতে নির্মিত এই অনামা রোমান্টিক ড্রামাটি রাশার জন্য বড়সড় এক বলিউড লঞ্চপ্যাড হতে পারত। একই সময়ে তাঁর তেলুগু অভিষেক ‘এবি৪’-এর শুটিং শুরু হওয়ায় সময়ের চাপে একাধিক প্রতিশ্রুতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়ে।
লিজো পেল্লিসেরি ও করণ ভ্যাসের গল্পে নির্মিত এই লিরিক্যাল লাভ স্টোরির নারী চরিত্রে নতুন মুখের সন্ধান এখন শুরু হয়েছে। পুরুষ চরিত্রে জাহান কাপুর বা বীর হিরানির নাম বিবেচনায় রয়েছে বলে সূত্রের খবর।
বহু ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ শুরু করায় রাশার ক্যারিয়ার যে ঊর্ধ্বমুখী, তা স্পষ্ট। তবে তাঁর এই সরে দাঁড়ানো মনে করিয়ে দেয়—সময়ের অমিল অনেক সময়ই বড় সিদ্ধান্ত নির্ধারণ করে দেয়।
এবি/টিকে