রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ-পর্ব খুব একটা মসৃণ ছিল না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের। সেই সম্পর্ক থেকে বেরোতে বেশ খানিকটা সময় লেগেছিল অভিনেত্রীর। অবশেষে রণবীরেরই ভালো বন্ধু তথা সহকর্মী ভিকি কৌশলের সঙ্গে প্রেম শুরু হয় অভিনেত্রীর। ২০২১ সালের ডিসেম্বরে তারা বিয়েও করেন। গত ৭ নভেম্বর এ তারকা দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হন।
‘অজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় অভিনয় করার সময়ে প্রেম শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। সেই সময় এ তারকা জুটি সম্পর্কে হাবুডুবু খাচ্ছিলেন। কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। একটা সময় বিচ্ছেদ হয়ে যায়। এরপর কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভেবেছিলেন, শুধু সম্পর্কই না, নিজের কর্মজীবনও ধ্বংস হতে চলেছে তার। সম্প্রতি এক বর্ষীয়ান সাংবাদিক বিষয়টি প্রকাশ্যে এনেছেন।রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা কীভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন, তাও প্রকাশ্যে আনেন তিনি।
ওই বর্ষীয়ান সাংবাদিক বলেন, আমরা যখন যশরাজ ফিল্মসের স্টুডিওতে ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, তখন উনি অঝোরে কাঁদছিলেন। একটাই কথা অভিনেত্রী বলছিলেন, আমি বড় ভুল করে ফেলেছি। আমি কাজ হারাচ্ছি, আর তার জন্য আমি নিজেই দায়ী।
রণবীরকে ভীষণ ভালোবেসেছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু তাদের সম্পর্কে কোনো বোঝাপড়া ছিল না। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী নাকি সেই দিন বলেছিলেন, আমরা আর একসঙ্গে নেই। কিন্তু ওর জন্য আমি আমার নিজের কর্মজীবন ধ্বংস করে ফেলেছি।
সেই সাংবাদিক সম্প্রতি একটি পডকাস্টে বলেন, ক্যাটরিনা নিশ্চয়ই ভেবেছিলেন, রণবীরকে বিয়ে করে উনি কাপুর পরিবারের অংশ হয়ে উঠবেন।
উনি ভেবেছিলেন, কাপুর পরিবারের বউদের নাকি অভিনয় করতে দেওয়া হতো না। তাই তিনিও বেশ কিছু সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন। পরে সেটি নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন।
এমআর/টিকে