ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করাই হবে গণতন্ত্রে উত্তরণের প্রধান চ্যালেঞ্জ। আগামী নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তর নয়, বরং রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে নির্বাচনভিত্তিক নতুন প্ল্যাটফর্ম ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স- ইডব্লিউএ-এর আত্মপ্রকাশ এবং গোলটেবিল আলোচনায় এসব তথ্য উঠে আসে। বিভিন্ন পর্যবেক্ষক সংগঠন, উন্নয়ন সংস্থা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে ইডব্লিউএ গঠিত হয়েছে।
আলোচনায় বলা হয়, নির্বাচনি দুর্বৃত্তায়ন, টাকার প্রভাব, প্রশাসনিক পক্ষপাত, সহিংসতা ও অবৈধ অস্ত্র নির্বাচনি পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর জনগণের মধ্যে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
এ সময়, সব ভোটকেন্দ্রে সিসি ও বডি ক্যামেরা ব্যবহার, অবৈধ অর্থ ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের ওপর জোর দেন আলোচকরা।
টিজে/টিকে