শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘জয়ী’ ধারাবাহিকে। তার পর থেকে বিভিন্ন রকম কাজ করলেও ছোটপর্দায় আর ফিরতে চাননি অলিভিয়া। কেন? সেই কারণেই খোলাখুলি জানালেন তিনি।
অলিভিয়ার কথায়, “মেশিনের মতো কাজ করছি মনে হচ্ছিল। তাই ছোটপর্দায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
তবে টেলিভিশনের নিয়মিত কাজ অনেক অভিনেতাকেই আর্থিক স্বচ্ছলতা দেয়- এ কথা প্রায়ই শোনা যায়। সে ক্ষেত্রে অলিভিয়ার কোনও সমস্যা হয়নি? অভিনেত্রীর সৎ স্বীকারোক্তি- হয়েছিল, এবং বেশ হয়েছিলও।
তিনি বলেন, “খুব অসুবিধা হয়েছিল। একটা ফ্ল্যাট কিনেছিলাম। দেড় বছরের বেশি ভোগ করতে পারিনি। বিক্রি করে দিতে হয়। মায়ের শরীর ভাল নয়- টাকা পাঠানোর দরকার। পর্যাপ্ত অর্থ পাঠাতে পারিনি।”
তবে সেখানেই থেমে যাননি তিনি। সব প্রতিকূলতার মধ্যেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অলিভিয়া।
“তাও জেদ ধরে ছিলাম। দেখছিলাম পারি কিনা। এই সময়টা পার করতে পারলে জানতাম যে, ভবিষ্যতে যে কোনও পরিস্থিতিতে উতরে যেতে পারব। সমস্যা ছিল, কিন্তু মনের দিক থেকে শান্তিতে ছিলাম।”
অভিনেত্রীর এই লড়াই এবং আত্মবিশ্বাসই প্রমাণ করে- শিল্পী নিজের পথ যখন নিজেই বেছে নিতে চান, তখন কঠিন সময়ও তাকে ভাঙতে পারে না।
কেএন/টিকে