যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি প্রতিনিধিদল পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজি মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অ্যান্টি টেররিজম ইউনিটের রাজধানীর বারিধারাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাসবাদ মোকাবেলা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে দায়িত্বকাল সম্পন্ন শেষে বিদায়ি এফবিআইয়ের সহকারী আইন কর্মকর্তা মি. রবার্ট জে ক্যামেরন।
তার স্থলাভিষিক্ত হয়ে সদ্য যোগদানকারী মি. রাইলি পালমারট্রি এই সময় উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের আইন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।
বৈঠকে এটিইউ প্রধানসহ উপস্থিত ছিলেন ট্রেনিং অ্যান্ড রিসাচড বিভাগের ডিআইজি মো. আক্কাস উদ্দিন ভূঞা, ডিআইজি ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস বিভাগের মোহাম্মদ মুসলিম। এছাড়া পুলিশ সুপার (ইনভেস্টিগেশন) এবং পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) সহ এটিইউ’র উর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনার শুরুতে এটিইউ’র সার্বিক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অতঃপর, উভয় পক্ষের মধ্যে সন্ত্রাসবাদ দমনে যৌথভাবে কাজ করার কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এটিইউ প্রধান মো. রেজাউল করিম বিদায়ী কর্মকর্তা মি. রবার্ট জে. ক্যামেরনকে দায়িত্বপালনকালে বাংলাদেশ পুলিশকে দেওয়া সহযোগিতা এবং বিশেষ অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এটিইউ প্রধান নবনিযুক্ত এফবিআই কর্মকর্তা মি. রাইলি পালমারট্রিকে স্বাগত জানান এবং সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক তথ্য বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এমআর/টিকে