অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।
রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ থাই দূতাবাস জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের বাণিজ্যে কিভাবে আরও বৈচিত্র্য আনা যায়, সেটি নিয়ে আলোচনা বিশেষ করে; থাই রানং এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে নতুন শিপিং রুট পারস্পরিক বাণিজ্য ও সমৃদ্ধির প্রচার ও সুবিধার্থে সহায়তা করবে বলে তারা উল্লেখ করেন।
তারা আগামী একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার বিষয়ে আলোচনা করেন। তাদের আলোচনার মূল এজেন্ডা ছিল এফটিএ, আর এ বিষয়ে উভয় পক্ষ যত দ্রুত সম্ভব আরও বিস্তারিত আলোচনা ও পরামর্শের কথা বলেন।
এমআর/টিকে