অক্ষয় কুমারের তারকাখ্যাতি যে সময়ের সঙ্গে আরও দ্যুতিময় হচ্ছে, তার সাম্প্রতিক প্রমাণ মিলেছে কেসরি: চ্যাপ্টার টু–এর দুরন্ত সাফল্যে। প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর ছবিটি যখন মুক্তি পেল অনলাইন প্ল্যাটফর্মে, তখনও যেন দর্শকের ঢেউ থামেনি। মুক্তির কয়েক মাস পরেও ছবিটি দেখে ফেলেছেন প্রায় আঠারো মিলিয়নের বেশি দর্শক, যা চলতি বছরে নেটফ্লিক্স ছাড়া অন্য কোনও ভারতীয় ছবির ক্ষেত্রে নজিরবিহীন।
পরিচালক করণ সিং ত্যাগির আয়োজিত এই ছবি ইতিহাসনির্ভর কাহিনি, যুদ্ধের মর্মস্পর্শী আবহ এবং শক্তিশালী নির্মাণশৈলীর জন্য শুরু থেকেই চর্চায় ছিল। তবে প্রেক্ষাগৃহের ব্যস্ততা থেমে গেলেও দর্শকের আগ্রহ যেন আরও বাড়তে থাকে ডিজিটাল জগতে। ঘরে বসে ছবিটি দেখার প্রবণতা এমনভাবে বাড়তে থাকে যে কেসরি: চ্যাপ্টার টু অনলাইন দুনিয়ায় রীতিমতো আধিপত্য দেখাতে শুরু করে।
সমালোচকদের মতে, অক্ষয় কুমারের এমন ধরন খুব কম অভিনেতার মধ্যেই দেখা যায়—যেখানে প্রেক্ষাগৃহের দর্শক টেনে আনার পাশাপাশি অনলাইনেও তিনি একই শক্তিতে মানুষকে আকৃষ্ট করতে পারেন। তার বহুমাত্রিক অভিনয় এবং দর্শকের কাছে দীর্ঘদিনের আস্থাই এই সাফল্যের বড় কারণ।
এখন পর্যন্ত আঠারো মিলিয়নের বেশি মানুষ ছবিটি দেখেছেন। সংখ্যাটি যেভাবে বাড়ছে, তাতে অনলাইন প্ল্যাটফর্মে ২০২৫ সালের অন্যতম বড় সাফল্যের তালিকায় কেসরি: চ্যাপ্টার টু আরও উঁচুতে পৌঁছে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এই সাফল্য শুধু একটি ছবির অর্জন নয়, অক্ষয় কুমারের অটুট তারকাখ্যাতিরও নতুন প্রমাণ।