আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘নূর’ অবশেষে মুক্তির অপেক্ষায়। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমাটির প্রচারণায় এখন ব্যস্ত তারকা-নির্মাতারা।
‘নূর’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে গত ২৯ নভেম্বর প্রকাশিত হয়েছিল সিনেমাটির অফিসিয়াল টিজার। মাত্র ৪২ সেকেন্ডের সেই ভিডিওতে ফুটে ওঠে প্রেম, দ্বন্দ্ব আর বিচ্ছেদের ইঙ্গিত। টিজারের একটি চুমুর দৃশ্য প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেক দর্শক দাবি করেছেন, সিনেমার প্রচারণা বাড়াতেই এ দৃশ্যটি ছড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি শুভ ও ঐশীর সম্পর্ক নিয়েও উঠেছে নানা গুঞ্জন।
অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে ঐশী বলেন,‘নূর’-এ একটি চুমুর দৃশ্য আছে। আমি এটিকে পুরোপুরি অভিনয়ের অংশ হিসেবেই দেখি। বাস্তব জীবনে শুভর সঙ্গে আমার কোনও রোমান্টিক সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, চুমুর দৃশ্য না থাকলে হয়ত অন্য কোনো দৃশ্য থাকত যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। চরিত্রের প্রয়োজনেই যা লাগবে, অভিনেতাকেই তা করতে হয়।
বর্তমানে শুভ ও ঐশী দুজনে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি ‘নূর’ সিনেমার প্রচারণা করছেন দুই তারকা। সিনেমাটি আগামী ১০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। শুভ ও ঐশী ছাড়াও ‘নূর’-এ অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ এবং ইরেশ যাকের।
ইএ/টিএ