রাজবাড়ী জেলার পাঁচ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় তারা স্ব স্ব থানায় যোগদান করে দায়িত্বভার বুঝে নেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
জানা গেছে, রাজবাড়ী সদর থানায় পুলিশ পরিদর্শক খোন্দকার জিয়াউর রহমান, গোয়ালন্দ ঘাট থানায় পুলিশ পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম, কালুখালী থানায় পুলিশ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন, বালিয়াকান্দি থানায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর রব তালুকদার এবং পাংশা মডেল থানায় যোগদান করেছেন পুলিশ পরিদর্শক শেখ মইনুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, নবাগত অফিসার ইনচার্জরা তাদের স্ব স্ব থানায় যোগদান করেছেন। আশা করছি নতুন অফিসার ইনচার্জদের মাধ্যমে থানা এলাকার কার্যক্রম আরও গতিশীল হবে।
এর আগে গত ১ ডিসেম্বরের একটি প্রজ্ঞাপনে রাজবাড়ী সদর,বালিয়াকান্দি ও কালুখালী থানার অফিসার ইনচার্জদের খুলনা রেঞ্জে বদলি করা হয়। এছাড়াও গত ২৭ নভেম্বর অপর আরেকটি প্রজ্ঞাপনে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জকে ডিএমপিতে ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জে রংপুর রেঞ্জে বদলি করা হয়।
পিএ/টিএ