যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সমুদ্রপথে দেশটিতে অবৈধ মাদকের প্রবাহ ৯৪ শতাংশ কমে গেছে। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই স্থলপথেও একই ধরনের অভিযান শুরু হবে। শনিবার (৬ ডিসেম্বর) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে আয়োজিত কেনেডি সেন্টার অনার্স মেডেল প্রদান অনুষ্ঠানের নৈশভোজে এসব কথা বলেন তিনি।
সমুদ্রপথে এখনও যে ৬ শতাংশ মাদক ঢুকছে, সেই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি ভাবছি, এই বাকি ৬ শতাংশ কারা? সত্যি বলতে গেলে তারা নিশ্চয়ই সবচেয়ে সাহসী মানুষ।’ স্থলপথে অভিযানের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা প্রতিটি পথ জানি, প্রতিটি বাড়ি জানি, তারা কোথায় থাকে, আমরা তাদের সম্পর্কে সবকিছুই জানি।’
তবে ট্রাম্পের এসব পরিসংখ্যান ও বক্তব্য নিয়ে তীব্র সমালোচনাও হচ্ছে। সমালোচকদের দাবি, ট্রাম্প প্রায়ই নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে এসব সংখ্যা বাড়িয়ে বা অতিরঞ্জিত করে উপস্থাপন করেন।
মাদক পাচারকে “একটি ভয়াবহ যুদ্ধ”-এর সঙ্গে তুলনা করে ট্রাম্প জানান, গত বছর অবৈধ মাদকের কারণে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে তার ধারণা। তিনি দৃঢ় অঙ্গীকার করেন, এই পরিস্থিতি আর চলতে দেয়া হবে না।
গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে অন্তত ২২টি বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন প্রশাসন। এসব হামলায় মাদক পাচারের সন্দেহে চলমান নৌযান লক্ষ্য করা হয়। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৮৭ জন।
কংগ্রেসের একাধিক সদস্য এসব অভিযানের কার্যকারিতা ও আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, এখন পর্যন্ত প্রশাসন এমন কোনো দৃঢ় প্রমাণ হাজির করতে পারেনি, যা নিশ্চিত করে যে এসব নৌযান প্রকৃতপক্ষে মাদক বহন করছিল। পাশাপাশি নিহতদের কাউকে নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ দেয়া হয়নি।
সূত্র: আনাদোলু
কেএন/টিকে