হঠাৎই গুঞ্জন হলিউডের বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড কিং শাহরুখ খানকে। এমন কথা ছড়াতেই শাহরুখ ভক্তদের মাঝে তৈরি হয় উন্মাদনা। সত্যিই কি জেমস বন্ডের চরিত্রে দেখা মিলবে- এমন প্রশ্ন ছোড়া হয় শাহরুখকে; দেন নিজ মুখে জবাবও।
সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানেই এই প্রশ্নের জবাব দেন শাহরুখ। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এ অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেছে শাহরুখকে। আসন্ন ‘কিং’ ছবিতেও একই ধাঁচে হাজির হতে যাচ্ছেন তিনি। তাই অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়, এরপর কি হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ডে দেখা যাবে? উত্তরে শাহরুখ বলেন, ‘না, আমার উচ্চারণ ওর মতো নয়। ওর পছন্দের পানীয়ও আমার পছন্দ নয়। আর সত্যি বলতে, আমি তেমন বেশি লড়াকু ছবিতে কাজ করিনি।’
লন্ডনের সেই ইভেন্টে কাজলও উপস্থিত ছিলেন। শাহরুখ মজা করে বলেন, ‘কাজল আমার জীবনে থাকায় তো প্রেমের ছবিই করেছি বেশি। বিপরীতে কাজল থাকলে লড়াইয়ের ছবি করা যায় না।’
আলোচনায় কাজল মনে করিয়ে দেন, শাহরুখ শুধু তার সঙ্গেই নয়, আরও অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। জবাবে শাহরুখ বলেন, “ঠিক, তবে যেসব ছবিতে আমরা সবচেয়ে জনপ্রিয় হয়েছি, সেগুলোর নায়ক-নায়িকা আমরা দুজনে।’
জেমস বন্ড চরিত্রে কারা অভিনয় করেছেন, এ প্রসঙ্গে শাহরুখ জানান, তিনি শন কনারিকে ভালোভাবেই চেনেন।
উল্লেখ্য, জেমস বন্ড চরিত্রে শন কনারির পাশাপাশি রজার মুর, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন ও ড্যানিয়েল ক্রেগ অভিনয় করেছেন।
এমকে/টিকে