নীলাঞ্জনা শর্মার এই স্বীকারোক্তির ভেতর লুকিয়ে আছে এক নারীর গভীর ক্লান্তি, শক্তি আর রূপান্তরের গল্প। মাতৃত্ব নিয়ে বহুদিন ধরেই নানা অভিজ্ঞতা ভাগ করছেন অনেকে, তবে নীলাঞ্জনার কণ্ঠে যেন সেই পথচলার আরও ব্যক্তিগত, আরও নগ্ন সত্যটা ধরা পড়ল।
তিনি জানান, তার মা একসময় বলেছিলেন, মা হলে সবকিছু বুঝতে পারবে। তখন হয়তো ব্যাপারটাকে পুরোটা উপলব্ধি করা হয়নি, কিন্তু নিজের সন্তানকে বুকে নেওয়ার পর সেই কথার প্রতিটি অক্ষর যেন ধীরে ধীরে সত্য হয়ে ধরা দিয়েছে তার জীবনে। মাতৃত্ব যে শুধু আনন্দ নয়, তার সঙ্গে লেগে থাকে একরাশ দুঃশ্চিন্তা, অবিরাম দায়িত্ব, কখনও গভীর ক্লান্তি—সেসবই খোলামেলা বললেন নীলাঞ্জনা।
তার দিনগুলো এখন আর আগের মতো সাজানো-গোছানো নয়। কখনও সকাল শুরু হয় সন্তানের হাসিতে, আবার কখনও রাতভর জেগে থাকতে হতে পারে সমস্যার কারণে। মাঝেমধ্যে সবকিছু সামলে ওঠা সহজ হয়, আবার কিছু দিন মনে হয় সবকিছুই যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। যতই কঠিন হোক, তবুও সন্তানের মুখের দিকে তাকালেই শক্তি ফিরে পান তিনি। নিজের মতো করে লড়ে যাচ্ছেন প্রতিটি দিন।
এ কারণেই মাতৃত্বের প্রতি তার কুর্নিশ- নিজের জন্যও, আর পৃথিবীর প্রতিটি মায়ের জন্যও। তার স্বীকারোক্তি যেন আজকের ব্যস্ত জীবনে মা হয়ে ওঠার অনিবার্য সংগ্রামের এক সত্য প্রতিচ্ছবি।
কেএন/টিকে