নীলাঞ্জনা শর্মার কণ্ঠে এই যে শান্ত স্বীকারোক্তি, তার ভেতর লুকিয়ে আছে বহু ঝড় পার করে আসা এক নারীর গভীর প্রশান্তি। জীবন তাকে যে সব অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে গেছে, সেগুলোর কোনওটাই হয়তো সহজ ছিল না। তবুও তিনি থেমে থাকেননি। ভেঙে পড়েননি। বরং নিজের ভেতরে জমে থাকা আঘাতগুলোকেও সময়ের সঙ্গে ছেড়ে দিতে শিখেছেন।
তিনি বলেন, তিনি কারও বিচারক নন, কারও ভুলে রাগ ধরে রাখার মানুষও নন। যে রাগ ধরে রাখলে মানুষই ক্ষতিগ্রস্ত হয়, তা খুব কাছ থেকে উপলব্ধি করেছেন তিনি। তাই তাঁর মতে, রাগ নয়, ক্ষমাই মানুষকে হালকা করে। জীবন তার কাছে এখন নতুন অর্থ নিয়ে হাজির হয়েছে। যত যা ঘটুক, যা হারাক বা যা পাওয়া হোক- তিনি আজ সন্তুষ্ট নিজের জীবনে।
অতীতের ক্ষত বা আক্ষেপের প্রতি তাঁর কোনও টান নেই। বরং তিনি মন দিয়েছেন নতুন পথচলায়, নতুন আলোয়। তাঁর জীবন এখন নিজের মতো করে সাজানো। কোনও আফসোস নেই, নেই কোনও তিক্ততা। এই উন্মুক্ত ভাবনা থেকেই তিনি বললেন, জীবন শেষ হয়ে যায়নি, বরং আরও অনেক কিছু অপেক্ষা করছে সামনে। আর সেই পথেই শক্ত হয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
কেএন/টিকে