ইতালিতে অভিবাসীদের প্রবেশ বন্ধের পক্ষে মত দিয়েছেন দেশটির ৬৩ শতাংশ নাগরিক। প্রায় ৫৪ লাখ অভিবাসীর দেশটিতে অপরাধের হারে শীর্ষে রয়েছে রাজধানী রোম। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রকাশিত ইতালির ৫৯তম আদমশুমারিতে এ তথ্য পাওয়া যায়।
শুক্রবার (৫ ডিসেম্বর) প্রকাশিত আদমশুমারির তথ্য বলছে, ইউরোপজুড়ে অভিবাসন বিতর্ক তীব্র হওয়ার মধ্যে ইতালি এখন আলোচনার কেন্দ্রে। সামাজিক চাপ, কর্মসংকট, অপরাধসহ বিভিন্ন কারণে দেশটির বাস্তবতা দ্রুত বদলে যাচ্ছে বলে বিশ্লেষণে বলা হয়েছে।
২০২৫ সালের আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী, ইতালির স্থানীয় নাগরিকদের তুলনায় অভিবাসীরা কর্মক্ষেত্রে কিছুটা পিছিয়ে। ২৯ শতাংশ অভিবাসী খণ্ডকালীন চুক্তিতে কাজ করলেও তাদের মধ্যে ২৯ দশমিক ৪ শতাংশ অদক্ষ চাকরিতে নিযুক্ত। ইতালীয়দের ক্ষেত্রে এই হার মাত্র ৮ শতাংশ।
তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন বিদেশি স্নাতকদের ৫৫ দশমিক ৪ শতাংশ চাকরিতে নিযুক্ত। দুর্ভাগ্যক্রমে, অভিবাসীদের মধ্যে ৩৫ দশমিক ৬ শতাংশ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে। যেখানে ইতালীয়দের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ৭ দশমিক ৪ শতাংশ।
সামাজিক শৃঙ্খলা এবং সংস্কৃতি নিয়েও ইতালির বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ রয়েছে। ৫৯ শতাংশ ইতালীয় মনে করেন, বেশি অভিবাসীর আগমনে সমাজের শৃঙ্খলা নষ্ট হয় এবং ৩৮ শতাংশ মনে করেন জাতীয় পরিচয় হুমকির মুখে পড়ে। তবুও ৩৮ শতাংশ নাগরিক স্থানীয় নির্বাচনে বিদেশিদের ভোট দেয়ার পক্ষে।
এদিকে, অপরাধের হারে শীর্ষে রয়েছে রাজধানী রোম। যেখানে ২০২৪ সালে ২ লাখ ৭১ হাজার ৭৭৯টি অপরাধ সংগঠিত হয়েছে। মিলানে সংগঠিত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮৬০টি।
পুরো ইতালিতে বিশেষ করে রাজধানী রোমে চুড়ি বা পকেটমারের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি। ২০২৪ সালে ৩৩ হাজার ৪৬৮টি চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে। এ কারণে দেশটির নাগরিকদের অভিযোগ, রাস্তা ঘাটে হাঁটা এখন বিপজ্জনক। গেল বছর দেশটিতে ৫ লাখ ১৮ হাজার ৪৯৭টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৯১ জন।
এমকে/টিকে