ঢাকাই সিনেমার অভিনেতা শরীফুল রাজ। বেশ কিছু সিনেমা করে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন এই অভিনেতা। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর থেকেই আলোচনা চলছিল নতুন কী করছেন শরীফুল রাজ? অভিনেতার স্পষ্ট উত্তর সময় হলে সবাই জানতে পারবে।
কিছুদিন আগে জানা যায়, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করছেন তিনি। আলভী আহমেদের ‘জীবন অপেরা’ নামে আরেক নতুন ছবিতে কাজ করছেন তিনি।
এ বিষয়ে শরীফুল রাজ বলেন, ‘চুক্তি সাইন করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না। সময় হলে সবাই জানতে পারবেন।’
‘জীবন অপেরা’য় রাজের চরিত্রটির নাম রফিক। পরিচালক আলভী আহমেদ জানিয়েছেন, গল্পে রফিকের দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। এক জীবনে সে ব্যর্থ প্রেমিক; তার প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করে। অন্য জীবনে তারা সুখী সংসার করছে। হঠাৎ এক সকালে ঘুম ভেঙে রফিক আবিষ্কার করে, প্রথম জীবন থেকে সে দ্বিতীয় জীবনে ছিটকে পড়েছে যেন ফাঁদে আটকে পড়া ইঁদুর।
জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’ ছবির শুটিং। ঠিক এর পরই ‘জীবন অপেরা’র শুটিং। সরকারি অনুদানে তৈরি জীবন অপেরার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা সবই করেছেন আলভী আহমেদ।
এমকে/টিকে