দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ ৮ ডিসেম্বর সোমবার প্রেস-ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, যথাসময়ে নির্বাচন আয়োজন করতে না পারার কোনো কারণ নেই। নির্বাচন করতে সময়ের বাধ্যতামূলক ছিল না।
তিনি আরও বলেন, কিন্তু তবুও গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সেটা করবে। সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
এমআর/টিকে