বিজয়ের মাসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা তুলে ধরা হবে সুদূর কানাডায়। এ উদ্দেশে দেশটির টরন্টো ফিল্ম ফোরাম আয়োজন করেছে ৫ দিনব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের।
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিশেষ এ আয়োজন। এদিন দুটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। টরন্টো ফিল্ম ফোরাম প্রযোজিত ‘আমার পঞ্চাশ’ ও তারেক মাসুদ-ক্যাথরিন মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’।
আয়োজনের দ্বিতীয় দিন ১৩ ডিসেম্বর ফুয়াদ চৌধুরী পরিচালিত ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’ প্রদর্শিত হবে। আয়োজনের তৃতীয় দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ৩০০০ ড্যানফোর্থ এভিনিউতে প্রদীপ প্রজ্জ্বলনের পর প্রদর্শিত হবে নাদিম ইকবাল পরিচালিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ড. নুরুন নবী-আজন্ম মুক্তিযোদ্ধা’।
বিজয় আয়োজনের ৪র্থ দিন প্রদর্শিত হবে নির্মাতা পান্থ প্রসাদ পরিচালিত সিনেমা ‘সাবিত্রী’। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ প্যানারোমা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও ফ্রান্সের গাঙ্গে সুর সেইন উৎসবে ‘বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড’ জয় করে সিনেমাটি।
বিজয় দিবস উদ্যাপনে টরন্টোতে শেষ দিন ১৬ ডিসেম্বর প্রদর্শিত হবে নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সিনেমা ‘মেঘমল্লার’। প্রসঙ্গত, কানাডার টরন্টোতে মাল্টি কালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এসব মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ও প্রামাণ্য চলচ্চিত্র নির্দিষ্ট তারিখে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে।
এসএস/এসএন