ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল রেকর্ডের জন্য আগামী বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (০৮ ডিসেম্বর) কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
এছাড়াও, তফসিল রেকর্ডের জন্য ওইদিনই বিটিভিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ অথবা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। এর আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশনে সভা হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনও। সরকার এবং ইসি এসকসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনও ভালো ছিল না উল্লেখ করে সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, সেনাবাহিনী অ্যাকটিভলি কাজ করছে। আগেও ছুরি ছিনতাই হয়েছে কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা। পরিস্থিতি আরও ভালো হবে।
মক ভোটিং নিয়ে নাসির উদ্দিন বলেন, আইডিয়ার পরিস্থিতিতে নির্বাচন করতে গেলে কেমন পরিবেশ রাখা দরকার তার সার্বিক বিষয়ে দেখতে চেয়েছে ইসি। গত পনের বছরে ভোট দেয়ার প্রক্রিয়া দেখেনি জনগণ। সেটা দেখাতে এবং ভোট দেয়ার প্রক্রিয়া জানাতে এই মক ভোটিংয়ের আয়োজন। একইসঙ্গে দুই ব্যালটে কত সময় লাগছে তাও দেখা হচ্ছে।
এসএস/এসএন