রোমান্টিক সংগীতনির্ভর প্রেমের জাদু আবারও ফিরতে পারে। বলিউডের নায়ক আদিত্য রয় কাপুর আর নির্মাতা মোহিত সুরি নতুন একটি প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করার প্রাথমিক আলোচনায় রয়েছেন। সব ঠিকঠাক হলে আশিকি টু–এর সেই বহু প্রতীক্ষিত জুটি ফিরে আসবে প্রায় এক যুগ পর।
যশ রাজ ফিল্মসের তত্ত্বাবধানে এগোচ্ছে ছবির প্রস্তুতি। সংস্থার ভেতরের সূত্র বলছে, গল্প তৈরির কাজ এগোচ্ছে জোরেশোরেই। চিত্রনাট্য তৈরি শেষ হলে শুরু হবে আনুষ্ঠানিক শিল্পী বাছাই। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে মোহিত সুরির পর্দায় ফেরার দীর্ঘ বিরতির পর প্রথম ছবি। সাইয়ারা–এর সাফল্যের পর তিনি প্রায় নীরব ছিলেন, তাই এই প্রত্যাবর্তনকে ঘিরে উত্তেজনা বেশি।
আদিত্য রয় কাপুরের ক্যারিয়ারেও এটি বড় মোড় আনার সুযোগ তৈরি করতে পারে। আশিকি টু এখনও বলিউডের স্মরণীয় প্রেমের গল্পগুলোর একটি। সেই আবেগময় আবহকে আধুনিক সময়ের সঙ্গে মিলিয়ে নতুন গল্প তৈরির ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, দর্শকের পুরোনো ভালোবাসার স্মৃতি আর নতুন প্রজন্মের অনুভূতি—দুটো নিয়ে এমনভাবে গল্প দাঁড় করানো হবে যাতে আবারও সুর, প্রেম আর বেদনার মিলনে জন্ম নেয় এক অনন্য প্রেমকাহিনি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালে এটি হবে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত রোমান্টিক সংগীতনির্ভর ছবি।
এসএন