বলিউডের অ্যাকশন তারকা হিসেবে নিজের দাপট আরও পাকাপোক্ত করলেন টাইগার শ্রফ। মুক্তি পেয়েছে তাঁর বহুল আলোচিত ছবি বাঘি ফোর। শুরু থেকেই এই ফ্র্যাঞ্চাইজি যেভাবে দর্শকের উত্তেজনা ধরে রেখেছে, নতুন পর্বেও তার ব্যতিক্রম হয়নি। আগের মতোই দম ফেলার সুযোগ না দিয়ে পর্দায় হাজির হয়েছেন টাইগার। আকাশছোঁয়া স্টান্ট, হাতাহাতি, নিখুঁত মার্শাল আর্ট—সব মিলিয়ে আবারও দর্শকের রোমাঞ্চ বাড়িয়েছেন তিনি।
হিরোপান্তি, ওয়ার, গণপাথ–এর মতো ছবিতে অ্যাকশন ঘরানায় নিজের অবস্থান শক্ত করেছেন টাইগার শ্রফ। বাঘি ফোর সেই তালিকায় আরও একটি শক্তিশালী সংযোজন। বলিউডে যার অ্যাকশনের ভরসা সবচেয়ে বেশি, তাঁর নাম হিসেবে টাইগারকে আবারও সামনে তুলে ধরেছে এই ছবি।
ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আগেই তৈরি হয়েছিল। মুক্তির পর সেই প্রত্যাশা আরও বেড়েছে। ২০২৫ সালের বাণিজ্যিক সিনেমায় এই ছবি টাইগারের শক্ত প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছে। নির্মাতারা যেমন আত্মবিশ্বাসী, দর্শকরাও পেয়েছেন পুরোনো টাইগারের সেই চেনা দাপট।
এসএন