তেরে ইশক মেঁ–র বিস্ফোরক সাফল্য আর অভিনয়ের পরিপক্বতায় সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর বছরটি শেষ করলেন ক্রিতি স্যানন এক আন্তর্জাতিক উজ্জ্বল উপস্থিতিতে। সৌদি আরবের জেদ্দায় আয়োজন করা রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর ঝলমলে আবির্ভাব বলিউডের আরেক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে।
উইমেন ইন সিনেমা গালায় ক্রিতির সঙ্গে এক মঞ্চে দেখা গেছে ডাকোটা জনসন, নিনা ডব্রেভ, উমা থারম্যান, অ্যাড্রিয়ান ব্রোডির মতো বিশ্বমানের তারকাদের। ছবিগুলো ছড়িয়ে পড়তেই স্পষ্ট হয়েছে—ক্রিতির আন্তর্জাতিক পরিসরে প্রভাব বাড়ছে দ্রুত। টোনি মাতিচেভস্কি আর ক্রিস্তিনা ফিডেলস্কায়ার হাই ফ্যাশনে সাজা ক্রিতি সেই সন্ধ্যার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
ফেস্টিভ্যালের “ইন কনভারসেশন” সেশনে টেরে ইশক মেঁ–র চরিত্র নিয়ে নিজের ভাবনা খুলে বলেন তিনি। চরিত্রটিকে কেন এত জীবন্ত মনে হয়েছে, তার ব্যাখ্যায় ক্রিতির স্বীকারোক্তি—সে নিখুঁত নয়, তার ভেতরে আছে কাঁচা ভয় আর গভীর দুর্বলতা। এই ত্রুটিগুলোর মধ্যেই তিনি পেয়েছেন চরিত্রের সৌন্দর্য। একই সঙ্গে রোমান্টিক ড্রামার নতুন উত্থানকে নিজের পছন্দের ঘরানা হিসেবে প্রশংসা করেছেন।
বছরের অর্জন, আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি আর সামনে আরও বড় পরিসরের সম্ভাবনা—সব মিলিয়ে ক্রিতি স্যানন স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি এখন বলিউডের সীমা পেরিয়ে নিজের গ্লোবাল অধ্যায় শুরু করেছেন।
এসএন